Header Ads Widget


চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির জন্য ১০ হাজার মাস্ক পাঠালো


অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় বিএনপিকে মাস্ক দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি।
বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকার চীন দূতাবাস থেকে সেগুলো সংগ্রহ করেছে।
তিনি জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন দূতাবাসে দলের তিনজন প্রতিনিধিকে পাঠান করোনার সুরক্ষা সামগ্রী ১০ হাজার মাস্ক গ্রহণ করতে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এই সামগ্রী গ্রহণ করেন।
প্রতিনিধি দলের হাতে মাস্ক তুলে দেন চীন দূতাবাসের দুজন কর্মকর্তা।
প্রতিনিধি দলের নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে মাস্ক দেয়ার জন্য ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ