Header Ads Widget


ফটোসেশান - শামসুল হুদা লিটন

শামসুল হুদা লিটন

 সোনার দেশের 
সোনার ছেলে
 সোনার কথা বলে, 
 ক্রান্তিকালে ত্রাণের নামে
 দানের ছবি তোলে।

 ইরি ধানের সিজন এলে
 চাষীর লাগি দরদ পড়ে 
 ফসল কাটার নামে সোনা
 ফটোসেশান করে। 

 মাছের তেলে মাছ ভাঁজে
 ফাঁকা মাঠে ফাঁকা বুলি, 
 সেবার নামে সেবা নয় 
 যেনো খেলা রং তুলি। 

কাপাসিয়া - ২৮/৪/২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ