Header Ads Widget


কাপাসিয়ায় একটি প্রতিষ্ঠান সহ ১০ বাড়ি লকডাউন,৭৬ জনের নমুনা সংগ্রহ




শামসুল হুদা লিটন, কাপাসিয়া(গাজীপুর)থেকেঃ কাপাসিয়া উপজেলা দস্যু নারায়নপুর গ্রামে অবস্থিত ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের স্থানীয় এক সেলসম্যান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ওই প্রতিষ্ঠান সহ আশপাশের ১০ বাড়িকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা। লকডাউন সম্পর্কিত বিজ্ঞেপ্তি প্রকাশ করা হয়েছে । ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডে শতাধিক শ্রমিক কাজ করেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা মো. আবদুস সালাম সরকার বলেন, বৃহস্পতিবার সকালে ওই রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কয়েকদিন ধরে জ্বর ও ঠান্ডা কাশিসহ করোনার উপসর্গে ভুগছিলেন বলে জানায়। তার নমুনা সংগ্রহ করে ওই দিনই ঢাকায় পাঠানো হয়।
শুক্রবার বিকেলে আমাদের হাতে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের আশে পাশের ৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। লকডাউন এলাকায় লাল পতাকা টাঙানো হয়েছে।
 
 
নিউজ সমাহার
সম্পাদক ও প্রকাশকঃ এম এস হাবিবুর রহমান, নিউজ সমাহার লিমিটেডের পক্ষে সিকদার প্লাজা (১ম ও ২য় তলা), লতাপাতা বাজার, কাপাসিয়া, গাজীপুর -১৭৩০ থেকে প্রকাশিত, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মিরপুর - ১, ঢাকা- ১২১৬, বার্তা সম্পাদকঃ মামুনূর রশিদ, ৯২ আরামবাগ ক্লাব মার্কেট, আর.এস. প্রিন্টিং প্রেস, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। সার্কুলেশন (ম্যানেজার): সাদিকুল ইসলাম, ফোনঃ +৮৮০৯৬০২৩৩৩১৯৪, মোবাইলঃ +৮৮০১৭১১১১৩৮৫২, +৮৮০১৯১০১১২৯৮৩, ই-মেইলঃ newssamahar@gmail.com, ওয়েবসাইটঃ www.newssamahar. com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ