Header Ads Widget


ধৈর্য - মোঃ ইবাদুল হাসান (ইবু)

                        মোঃ ইবাদুল হাসান (ইবু)
 
আশার আলো জ্বলবে বলে
তাকিয়ে থাকি রোজ,
মরণ ব্যধি যাবে সরে
থাকবে নাকো খোঁজ। 

বিশ্বজুড়ে কেন যে আজ
এমন আহাজারি, 
মরণ ব্যাধি প্রতিরোধে
সর্তকতা খুব জরুরী। 

নিজের ঘরে থাক সবাই 
একটু ধৈর্য ধরে, 
দেখবে তুমি মরণ ব্যধি
পালিয়ে যাবে দুরে।

দেশের মানুষ সবাই মিলে
মানলে নিয়ম ঠিক মতো,
সংক্রামিত হবেনা কেউ
হউক না ব্যমো কঠিন যতো।

সবাই মিলে একটু শুধু 
ধরতে হবে ধৈর্য, 
আসবে আবার সোনালী দিন
উঠবে নতুন সূর্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ