Header Ads Widget


বঙ্গবন্ধু তুমি


বাংলার ধূলি বাংলার জল
হবেনা বিলীন কভু অস্তাচল।

স্বাধীনতা সূর্য বিজয় নিশানে
বাঙালির গর্ব শতত মননে,  
চিরঞ্জীব তুমি মানব হৃদয়ে
হিমালয় উঁচু গৌরবে অভয়ে।

বঙ্গবন্ধু আজো, বাঙালি ভোলেনি
বজ্রকণ্ঠ কেউ দাবাতে পারেনি।
সৌর্য বীর্যে তুমি শিরায় শিরায়
শপথের পথে সালাম জানাই।

স্বর্ণাক্ষরে লেখা তোমার কথন
বিকশিত আজ সৌরভে কানন।।
কবি- কামরান চৌধুরী

শ্যামলী, ঢাকা ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ