Header Ads Widget


রাজবাড়ী পাতুরিয়া ছাত্র কল্যাণ পরিবারের উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ

রাজবাড়ী সংবাদদাতাঃ পাতুরিয়া ছাত্র কল্যাণ পরিবারের উদ্যোগে  করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা মাক্স ও সাবান বিতরণ করা হয়।

শনিবার বিকালে রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির পাতুরিয়া গ্রামের মসজিদ, বাজার, ও বিভিন্ন বাড়িতে গিয়ে  ছাত্র কল্যাণ পরিবারের নিজস্ব অর্থায়নে অসহায় গরীব মানুষের মাঝে সাবান, মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

 এসময় পাতুরিয়া ছাত্র কল্যাণ পরিবারের সভাপতি খালিদ হাসান মিলন  বলেন,  আমরা  পাতুরিয়া গ্রামের  অসহায় গরীব  খেটে খাওয়া মানুষের মাঝে আমাদের  সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি।

এসময় উপস্থিত  ছিলেন, ছাত্র কল্যাণ পরিবারের সাধারণ সম্পাদক মোঃ কায়কোবাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক, উপদেষ্টা জমির মন্ডল, উজ্জ্বল মন্ডল,
রমজান আলী, প্রচার সম্পাদক সাগর আহমেদ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ