Header Ads Widget


অনাহারী - মোঃ ইবাদুল হাসান (ইবু)

তোমরা যারা ঘরে বসে
করছো ভূঁরি ভোঁজ,
দিন মজুরের জীবন চলা
নিয়েছো কি খোঁজ।
ওদের এখন নেইতো কামাই
ওদের ঘরে শূন্য হাঁড়ি,
ক্ষিদের জ্বালায় জ্বলছে ওরা
থাকবে ক'দিন অনাহারী?
স্যাঁতস্যাঁতে ঘর বস্তিবাসী
জীবন বড় দুঃসহ,
ক্ষুধার জ্বালা মিটলে খুশী
আর কিছুতে নাই মোহ্।
দিন মজুরের দু'হাত এখন
অলস পড়ে থাকে,
কাজ কর্ম নেই যে এখন
কেউই না ওদের ডাকে।
গরীব দুঃখী যারা আছে
ওদের ঘরে ঘরে,
দিনাতিপাত করছে ওরা
কষ্ট ক্লেশ করে।
৩০/০৩/২০২০ ইং।
মোঃ ইবাদুল হাসান (ইবু)
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ