Header Ads Widget


বঙ্গবন্ধু

  
বঙ্গবন্ধু -
হাবিবুর রহমান সোহাগ -
তুমি যোগ্য পিতার যোগ্য সন্তান
কৃতি তোমায় করেছে মহিয়ান,
বাংলা মায়ের দামাল ছেলে
জাতির পিতা শেখ মুজিবর রহমান।
পাকিস্তানি হায়েনা যখন বাংলাকে ধরল ঘিরে
তুমি তখন মুক্তির পথে,পেছনে চাওনি ফিরে,
"এবারের সংগ্রাম,মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম"
বিশ্বের শ্রেষ্ঠ কবিতার লাইন দুটি
উচ্চারণের সাথে সাথে,
উচ্ছ্বাস,আনন্দে,অধিকারের জন্যে
যুদ্ধে নামে তোমার ডাকে,
যুদ্ধ হল জয়
তোমার বাংলা স্বাধীন হল
আর নাই তো ভয়।
হে বঙ্গবন্ধু,সহস্র বছরের শ্রেষ্ঠ সম্মান
কুড়িয়ে এনেছে তোমার জন্য,
তাঁতী,কুমার,জেলে,কৃষক,শ্রমিক,জনতা
নিপীড়িত,বঞ্চিত,গরিব,দুঃখি মানুষজন
সকলের প্রতি ছিল তোমার সমান মন।
তুমি নেই,তোমার শূন্যতা আর পূরণ হবার নয়
তুমি আসবে না কখনো,
এই মৃত্যুময় পৃথিবীতে
চিরভাস্বর থাকবে তুমি বাংলার মনো মাঝে।
তুমি মৃত্যুঞ্জয়ী,তোমার মৃত্যু নাই
সারা বাঙ্গালীর হৃদয়ে তোমার ঠাঁই।
যতদিন বহমান রবে
পদ্মা,মেঘনা,যমুনা,বক্ষ্মপুত্র নদী,
ততদিন তোমার স্মৃতি অম্লান থাকবে
হে বঙ্গবন্ধু,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,
জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

কবি- হাবিবুর রহমান সোহাগ

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ