Header Ads Widget


আরেকটি সুভাষ চাই

১

দেশ স্বাধীনতা পেয়েও যেন
মনে হয় আজও পরাধীন
অরাজকতা ও দুর্নীতির কাছে
করেছে নিজেকে সমর্পণ
ক্লান্ত চোখে চারিদিকে খুঁজে
চলেছি গর্বের সুভাষ কে নিশিদিন।

অসমাপ্ত রয়ে গেছে আজও তোমার
দেখা সেই স্বপ্নের ভারত
এ কেমন লুকোচুরি খেলার সাধ
জাগলো সেদিন তোমার
সেই যে চলে গেলে অভিমান করে
এলেনা আর ফেরত।

আজও তোমার ফেরার পথ চেয়ে
বসে আছি সকলে মিলে
শুনেছি কত বীরত্বের ও সাহসিকতার
গল্প তোমার, সবার মুখে
বাঙালির গর্ব, দেশের গর্ব বাঁচতে
শিখিয়ে ছিলে সেদিন মাথাতুলে।

তোমাকে দেখে আমারও সাধ জাগে
সেই স্বপ্নের ভারত কে খুঁজে পেতে
হারিয়ে গেছে সেই ভারত আজ
নোংড়া রাজনীতির খেলায়
পারবে কি কেউ নেতাজীর মত
আজ আবার গর্জে উঠতে ?

রামের বনবাস হয়েছিলো চোদ্দ বছরের
সকল ভারতবাসী ছিলাম তোমার
ফিরে আসার অপেক্ষায়
আজও হলোনা ভেদ সেই রহস্য
অন্তর্ধানের।

চিনলো না সেদিন ভারতবাসী
এমন একটি অমূল্য রতন
তাইতো আমাদের হারাতে হোলো
নেতাজীকে চিরতরে
আজও দিতে রাজি রক্ত তোমায়
যদি আবার শুনি সেই গর্জন ।।

কবি -  বিনিতা দত্ত 
বিনিতা দত্ত
বিনিতা দত্ত।

লেখার সময় কাল -24.01.2020 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ