Header Ads Widget


ভালোবাসার কিছু উক্তি


Image result for লাভ



“ভালো লাগা ভালোবাসা নয় ”
  • প্রবোধকুমার সাণ্যাল
” ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায় । “
  • আলেকজেন্ডার ব্রাকেন
“কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা । কামনা একটি সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত চিরন্তন ।”
  • কাজী নজরুল ইসলাম
” হৃদয় চিরিয়া যবে বাহির করিব
তবে তো শ্যাম মধুপুর যাবে । ”
  • চন্ডীদাস
“অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে , কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে ঠেকিতে পারে না ।”
  • রবীন্দ্রনাথ ঠাকুর 

“তোমাকে ছাড়া থাকার কোন সাধ্য আমার নেই কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ।তোমাকে ধরে রাখার কোন উপায় আমার কাছে জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায় ”।
  • রেদোয়ান মাসুদ

“তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি , তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই , যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে ।”
  • মহাদেব সাহা
“প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা”।
  • হূমায়ুন আহমেদ
“ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে , কিন্তু তাঁরা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে । হয়তো খুবই অল্পসময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সবসময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই ।”
  • হূমায়ুন আহমেদ
“ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারীর থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে ।”
  • লুইস ম্যাকেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ