সংগৃহীত |
অতিথি পাখিরা আমাদের পরিবেশের বন্ধু। হিম শীতল ঠাণ্ডা থেকে বাঁচার জন্য একটু গরম ও নিরাপদ পরিবেশ আর খাবারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ পাড়ি দিয়ে তারা আমাদের দেশে আসে। তারা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। মানুষ দল বেঁধে পাখি দেখতে যায়। অতিথি পাখিরা পরিবেশের উপকার করে। ক্ষতিকর কীটপতঙ্গ খায়। অতিথি পাখিরা বাংলাদেশের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এক দল মানুষ আছে, যারা এই অতিথি পাখিদের শিকার করে, যা কখনোই কাম্য নয়। বিশেষ করে, মৌসুমি শিকারিরা অতিথি পাখিদের শিকার করে বাজারে বিক্রি করে। অতিথি পাখি দেশের প্রাকৃতিক ভারসাম্যও রক্ষা করে। কাজেই অতিথি পাখিদের রক্ষার দায়িত্ব আমাদের সবার। হাট-বাজারে পাখি বিক্রি যেন না হয়। পাখি শিকারিদের ধরতে স্থানীয় নাগরিকদেরও সম্পৃক্ত করতে হবে। অতিথি পাখি পরিবেশের বন্ধু। আসুন, সবাই তাদের রক্ষা করি।
মো. জিল্লুর রহমান, সতীশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা।
0 মন্তব্যসমূহ