Header Ads Widget


 

দেশে সাক্ষরতার হার ৭৩.৯ শতাংশ

দেশে সাক্ষরতার হার ৭৩.৯ শতাংশ
ছবি: ইন্টারনেট


বর্তমানে দেশের সাক্ষরতার হার ৭৩.৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী (রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০১৮) বর্তমানে দেশের সাক্ষরতার হার ৭৩.৯ শতাংশ।
তিনি আরও বলেন, দেশের সাক্ষরতার হার বৃদ্ধির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সেগুলোর মধ্যে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) একটি।
এ সময় উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
সূত্র -মানবকণ্ঠ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ