Header Ads Widget


বছর ঘুরে বছর আসে


দিন চলে যায়, চলে যায় বছর।।
বছর আসে বছর যায়
কিছু কথা-ছবি স্মৃতিপটে রয়ে যায়।
বছর শেষে গোছ গাছ ঝাড়া মোছা
গৃহে গৃহে, অন্তরে অন্তরে বোঝাপড়া।
বছর শেষে ডাইরির পুরনো পাতা খুলে
একে একে দেখি সন্তর্পণে,
প্রতিবছরই ভাবি কত কতকিছু করবো এবার
নতুন কিছু করতে হবে, দেখবে সর্বজনে।
এভাবেই কেটে গেল কতটি বছর !!!!
পুনরাবৃত্তি ঝাড়ামোছা পরিহার
আনন্দ-সুখ মেখে জীবন করব পার
নতুন পুরনো স্বপ্নে বিভোর
চলবো পথ, আসবেই নতুন ভোর।।

কবি: কামরান চৌধুরী 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ