Header Ads Widget


ভক্তদের সুসংবাদ দিলেন দেব

 অভিনেতা দেব।

কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব সারা বছর বিভিন্ন কারণে আলোচনায় থাকেন। অভিনয় দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়।
এবার অবশ্য সংবাদের শিরোনাম হয়েছেন অন্য কারণে। বিয়ের কার্ড ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন শুভবিবাহ। পোস্টে শুভবিবাহ লেখা কার্ড মাঝরাতেই ইনস্টাগ্রামে প্রচ্ছদ পোস্ট করলেন দেব। চেয়েছেন আশীর্বাদও।
তবে কি এই বিয়ে করছেন দেব? এ নিয়ে শুরু হয়েছে জল্পনা। উঠছে একাধিক প্রশ্নও। যদিও বিয়ের কার্ড পোস্ট করলেও পাত্রী কে বা কবে বিয়ে তা খোলসা করেননি দেব।
দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে অবশ্য কিছুটা রহস্যও রেখে দিয়েছেন দেব। তবে পাত্রী দীর্ঘদিনের বান্ধবী রুক্মিনী কিনা তা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে টলিটাউনে।
সোমবার রাতে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন– 'বিফোর এনিওয়ান লিক...'। এর পর তিনি আরও লিখেছেন– আপনাদের আশীর্বাদ চাই। আর তাতেই শুরু হয় গুঞ্জন।
অনেক রকম মন্তব্য করছেন ভক্তরা। কেউ আবার নিশ্চিত হতে চাইছেন এখনও কি? বিয়ে করছেন দেব। ইতিমধ্যে এসেছে একের পর এক শুভেচ্ছো বার্তা। পাত্রী কে সেই নিয়েও চলছে মতবিরোধ। তবে এতকিছুর মাঝে কিন্তু আদৌ পরিষ্কার হয়নি বিয়েটা কার, কবে বা কার সঙ্গে।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেব ও রুক্মিনী। একসঙ্গে কাজও করেছেন অনেক। স্বাভাবিকভাবেই তার নামটাই ঘোরাঘুরি করছে পাত্রী হিসেবে।
তথ্যসূত্র: জিনিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ