Header Ads Widget


প্রেমিকার ছদ্মবেশে ভয়ংকর প্রতারণা, গ্রেফতার-৬

অনলাইন ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের ইপিজেড থানাধীন থানা এলাকা থেকে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।  গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবু তাহের (৪৮),  হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু(৩৫), রিয়া বেগম (২৭),  জনি রাণী দে (২৪) ও  জোবাইদা সুলতানা হিরা (২০)।
প্রেমিকার ছদ্মবেশে ভয়ংকর প্রতারণা, গ্রেফতার-৬


২২ জানুয়ারি, ২০২০ রাত ০২.৩০ টায় চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোড ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে ১টি লোহার চেইন, ১টি চাকু, ৪টি মোবাইল সেট, নগদ ৫০০০/-(পাঁচ হাজার) টাকা, ১টি দেশীয় তৈরী সর্ট রাইফেল ও ১ রাউন্ড  গুলি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা প্রেমের ফাঁদে ফেলে উঠতি বয়সের তরুণ ও যুবকদের গৃহবন্দী করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করে আসছিল। উক্ত ফাঁদে পা দেয়া ভুক্তভোগীগণ  লোক লজ্জ্বার  ভয়ে ,পারিবারিক ও সামাজিক কারণে প্রশাসনের সহায়তা গ্রহণ হতে বিরত থাকছে। এমন একটি অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোড ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
সূত্র: - ডিএমপি নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ