Header Ads Widget


৩৫ টি উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে


** আপনি যখন আলোতে থাকবেন সবাই আপনাকে অনুসরন করবে, কিন্তু আপনি যখন অন্ধকারে চলে যাবেন কেউই এমনকি আপনার ছায়াও আপনার সাথে থাকবেনা।
** আপনি কি বলছেন তা অনেকে বিশ্বাস করবেনা যতক্ষননা পর্যন্ত আপনি তা করে দেখাচ্ছেন।
** জীবন হল একটি ব্যাকরণ বই যেখানে আপনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল পাবেন।
** মিানুষের মন হল প্যারাসুট এর মত, যখন খোলা থাকে তখনই কাজ করে।
** সবার মনেই একটা ক্যামেরা আছে, কিন্তু তাতে কোন ফিল্ম নেই।
** অন্যের ভুল থেকে শিখুন, কারন জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নিবেন।
** সমাজে দু-ধরনের জজ আছে, এক যারা আইন জানে এবং আরেক যারা বিচার করতে জানে।
** সবাই হাসে একই ভাষাই।
** রাগ এমন একটি মুর্হুত যেখানে জিহবা মনের আগে কাজ করে।
** মন চোখকে বলে "কম দেখ, কারন তুমি যত বেশি দেখ আমি তত বেশি কষ্ট পাই" চোখ মনকে বলে "তুমি কম অনুভব কর, তুমি যত বেশি অনুভব কর আমি তত বেশি কাদি"।

১. চিকিৎসকেরা যে ভুল করেন তা হল তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান। যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়। - প্লেটো।
২. যে মনের দিক থেকে বৃদ্ধ নয়, বার্ধক্য তার জীবনে আসে না। - ফিলিপ ম্যাসিঞ্জার।
৩. সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। - উইলিয়াম শেক্সপিয়র।
৪. যৌবন করে না ক্ষমা প্রতি অঙ্গে অঙ্গীকার করে মনোরমা বিশ্বের শরীরে। অপরুপ উপহারে কখন সাজায় বোঝাও না যায়। - বুদ্ধদেব বসু।
৫. মনের অনেক দরজা আছে, সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না। - টমাস কেস্পিস।
৬. একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্থিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়। - দানিয়েল।
৭. এই তো জীবন পাওয়া আর হারানোর - তবু হাত বাড়ানোর ভুল আশা নিরাশার কাটার দহণ। - দীনেশ গঙ্গোপাধ্যায়।
৮. শান্ত এবং পরিচ্ছন্ন জীবন স্বাস্থ্যরক্ষার উৎকৃষ্ট খাদ্যের চেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। - উইলিয়াম ল্যাং ল্যান্ড।
৯. সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপুর্ন জীবন প্রায়শই ক্ষনিকের হয়। - জ্যাকব এ. রিস।
১০. একটি মহৎঅন্তর, পৃতিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। - বুলার লিটন।
১১. দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয় । - রুশো।
১২. সুন্দর থাকা একটি সুন্দর রাজ্যে বসবাস করার আনন্দের মতো।
- জন ওয়েসলে।
১৩. হোটেলের সেরা ব্যাপার হলো এটি নিজের ঘর নয়। - জর্জ বার্নার্ড শ ।
১৪. সম্ভবই পলিমাটির দেশ বলিয়াই আমাদের জীবনের কোন ভাগে কোন বুনিয়াদ পাকা হইতে পারে না। মাটির উপরেও যেমন কোন চিহ্ন থাকে না, মনের ভিতরে তেমন স্মৃতি পুষিয়া রাখি না। - মোহিতলাল মজুমদার।
১৫. সকল সাধুই মজজা দেখতে পারেন, কিন্তু খুব কম সাধুই আছেন যারা চালাতে সক্ষম। - মার্ক টোয়েইন।
১৬. জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে। - শহীদুল্লাহ্ কায়সার।
১৭. জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি। - ক্রিস্টিনা রসের্ট।
১৮. মন হল সবচাইতে বড় তর্কশাস্ত্রবিদ। - ফিলিপস।
১৯. কল্পনাশক্তিই হল আত্নার দৃস্টিশক্তি। - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
২০. উৎকৃষ্ট বীজ থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়। - জন গে ।
২১. বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। - বুদ্ধদেব গুহ।
২২.জীবনের জন্য প্রস্তুতির শিষ্ট উপায় হচ্ছে জীবন যাপন করা। - এলবার্ট ডুয়াট।
২৩. আমি যা নই তা হবার এবং আমরা যা করতে পারি না তা করার জন্য অবিরাম সংগ্রাম – ই হল জীবন। - উইলিয়াম হ্যাজলিট।
২৪. জীবনের কোন মূল্য তথনই থাকে যখন এর মূল্য হিসাবে মূল্যবান কিছু থাকে। - গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল।
২৫. সকল মানসিক দুর্বলতা মধ্যে জীবনের প্রতি ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। - মলিয়ের।
২৬. জীবনে যদি অগ্রগতি না থাকে সে জীবন অবাঞ্ছিত। - রোম্য রোলা।
২৭. নদীতে স্রোত আসে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। - টমাস মুর।
২৮. জীবনের মহৎ পরিনতি অভিজ্ঞতায় নয় - কর্মে । - টি এইচ হাকসলি।
২৯. জীবনের অর্থ হল গতি, যা কিনা ছোটাছুটি। প্রাণপণে ছোটার নাম হল বেচে থাকা, চুপচাপ থাকার নাম মরে যাওয়া। ছোটাছুটি না করে যারা বেচে আছে তারা মরে বেঁচে আছে। - অবধূত।
৩০. জীবনকে এক পেয়ালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তি সহকারে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। - ক্রিনেট।
৩১. জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে ওঠে না।- লুইস ক্যারল।
৩২.কারও কারও জীবনে বসন্ত নিভৃতে আসে বাইরে প্রকাশ পায় না। তার আমেজে সে নিজেই পুলকিত হয়।- জন ফ্রেচার।
৩৩. তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলদ্ধি করতে পারবে। - প্লুটাস।
৩৪. জীবনটাকে হরি ঘোষের গোয়ালের মত দুষ্ট গরুর উৎপাতে ফেলোনা। জন্মগত সুত্রে মানুষিক গুনাবলি যা পেয়েছ তার মর্যাদা দাও। মরে গিয়েও যেন তোমার মনে না হয়, তোমার জীবনের জন্য তুমি লজ্জিত । - ইলা কে মেইলার্ট।
৩৫. যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা যায়। - জর্জ গ্রসভিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ