Header Ads Widget


এই দেশ


কবি -  কামরান চৌধুরী

এই দেশ আমার, এই মাটি আমার
এই মাটিতে জন্ম, এই মাটিতে মৃত্যু
এই খানেতে স্বপ্ন, এই খানেতে প্রেম
এই জীবন নদী, কাটছে নিরবধি।

পদ্ম দিঘির জল কোথায় পাব বল
মাঠে শস্যের ঘ্রাণ আকুল করে প্রাণ,
পাখির কলতানে, মুখর জনে জনে
ফুলেফুলে সুবাসে নাচে মন তিয়াসে।
ঝরা বকুল ফুলে একাকী মালা গাঁথি
তোমার আমার মন এক সুরে বাঁধি।
যাবোনা ছেড়ে কোথা দেশকে ফেলে একা
যত শ্বাস বুকেতে, রাখি যত্ন সাধনে।
দেশপ্রেমে শপথে আগলে রাখবো যে
যতটুকু দায়িত্ব পালন করবো রে।।

কবি -  কামরান চৌধুরী  

১৫ ডিসেম্বর ২০১৬।।রাত ১১:২০ শ্যামলী, ঢাকা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ