হৃদয় আকুল করে যে ব্যাকুল সে আমার মা,
শতো মমতা কতো সতেজতা সবই আমার মা !!
পরম আদর করে যে কদর সেই তো আমার মা,
চাঁদের জ্যোতি জোছনা তিথি ছড়ায় আমার মা !!
বরষার জল মনে শান্তি বল দেয় যে আমার মা,
আদর মমতা নীতি ও সততা শেখায় আমার মা !!
কতো যে সরস শক্তি সাহস যোগায় আমার মা,
ফুলের সৌরভ আমার গৌরব সবই আমার মা !!
মায়ের হাসি বড়ো ভালোবাসি মা যে শুধুই মা,
মা নেই যার পৃথিবী আঁধার বুঝে সে নেই যার মা !!
শান্তি পাই খুঁজে চোখ দু'টি বুজে অসুস্থতায় ডাকি মা ,
মাগো মা মধুর ডাকটি মা তুমি আবেগ আদরে মা !!
কবি - ফিরোজা সামাদ
শতো মমতা কতো সতেজতা সবই আমার মা !!
পরম আদর করে যে কদর সেই তো আমার মা,
চাঁদের জ্যোতি জোছনা তিথি ছড়ায় আমার মা !!
বরষার জল মনে শান্তি বল দেয় যে আমার মা,
আদর মমতা নীতি ও সততা শেখায় আমার মা !!
কতো যে সরস শক্তি সাহস যোগায় আমার মা,
ফুলের সৌরভ আমার গৌরব সবই আমার মা !!
মায়ের হাসি বড়ো ভালোবাসি মা যে শুধুই মা,
মা নেই যার পৃথিবী আঁধার বুঝে সে নেই যার মা !!
শান্তি পাই খুঁজে চোখ দু'টি বুজে অসুস্থতায় ডাকি মা ,
মাগো মা মধুর ডাকটি মা তুমি আবেগ আদরে মা !!
কবি - ফিরোজা সামাদ
0 মন্তব্যসমূহ