অনলাইন ডেস্ক:- গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের একদিন পর বালুর স্তুপ থেকে জাহিদ হাসান নামে এক শিশুর মরহেদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বিধায় গ্রামের নির্জনস্থানে বালুর ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের বাবার দাবি, তাকে শ্বাসরোধে হত্যার পর প্রতিপক্ষের লোকজন মরদেহ ফেলে গেছে। জাহিদ স্থানীয় তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।


0 মন্তব্যসমূহ