Header Ads Widget


হিন্দু-মুসলিম সম্পর্ক

হিন্দু-মুসলিম দুটি ভাই 
ভারতের দুই আঁখি তারা 
এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা।। 

যেন গঙ্গা সিন্ধু নদী 
যায় গো বয়ে নিরবধি 
এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।। 

বুলবুল আর কোকিল পাখী 
এক কাননে যায় গো ডাকি, 
ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।। 

ঝগড়া করে ভায়ে ভায়ে 
এক জননীর কোল লয়ে 
মধুর যে এ কলহ ভাই পিঠোপিঠী ভায়ের পারা।। 

পেটে ধরা ছেলের চেয়ে চোখে ধরারা মায়া বেশী, 
অতিথী ছিল অতীতে, আজ সে সখা প্রতিবেশী। 
ফুল পাতিয়ে গোলাপ বেলী 
একই মায়ের বুকে খেলি, 
পাগলা তা'রা আল্লা ভগবানে ভাবে ভিন্ন যারা।।
 
কবি - কাজী নজরুল ইসলাম
 

কাজী নজরুল ইসলাম এর হিন্দু-মুসলিম সম্পর্ক

  কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তা আমরা খুঁজে পাইনি। আপনার জানা থাকলে অবশ্যই তা আমাদের জানানোর অনুরোধ থাকলো।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ