পত্রিকার খবরে প্রায় সময়ই জানা যায়, দেশের খাদ্য নিরাপত্তাব্যবস্থা দুর্বল। দেশের জন্য এটা উদ্বেগজনক। প্রকৃত খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে হলে দেশে খাদ্যের মজুত ৩০ লাখ মেট্রিক টন হওয়া উচিত। দেশে যে পরিমাণ খাদ্যগুদাম আছে, সেগুলোতে ৩০ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রাখার আশা করা যায় না। সুতরাং, দেশে আরও খাদ্যগুদাম নির্মাণ করতে হবে। মনে রাখতে হবে, খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে দেশের উন্নতি আশা করা যায় না। খাদ্যের বিশাল মজুত থাকলে সময়-সময় খাদ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, যা দেশের অর্থনীতিকে মজবুত করবে। দেশের দুর্বল খাদ্য নিরাপত্তাব্যবস্থা মোটেই জনগণের কাম্য নয়।নিরাপত্তাব্যবস্থা দুর্বল বলেই অসাধু ব্যবসায়িরা অনিয়ম-দূর্ণীতি করে সহজেই পায়ে যাচ্ছে।নিরাপত্তাব্যবস্থা সবল করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে অতি শীঘ্রই।দেশকে এগিয়ে নিতে হলে, দেশরে উন্নয়ন তরান্বিত করতে খাদ্য নিরাপত্তাহীনতা দূর করে খাদ্য নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে সবার আগে।
বার্তা সম্পাদক,
নিউজ সমাহার.
বার্তা সম্পাদক,
নিউজ সমাহার.
0 মন্তব্যসমূহ