Header Ads Widget


পেঁয়াজ - ২


পেঁয়াজের ঝাঁঝে এখন নাকি
টিয়ার গ্যাসও ফেল,
সেই ঝাঁঝে দেশ জুড়ে তাই
কতনা শোরগোল।

পেঁয়াজ ছাড়া রাধঁতে বললে
চেঁচিয়ে বলে বউ,
পেঁয়াজ ছাড়া রান্না করে
দেখছে কখন কেউ?
এইতো সেদিন পটল বাবু
শুনে পেঁয়াজের দর,
সাথে সাথে তুললো পটল
শূণ্য করে ঘর।
পেঁয়াজ ছাড়া রাঁধতে হবে
এটাই এখন জরুরি,
এই নিয়মে আসবে শান্তি
বাঁচবে টাকা পয়সাকড়ি।
তাইতো এখন সবার উচিত
নিয়ম মেনে চলা,
দেখবে তখন মরবে না কেউ
থাকবেনা চোখ জ্বালা।
কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু)
  কবিতাটি লেখার সময় কাল ,ঢাকা, ৩০/১০/২০১৯ ইং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ