Header Ads Widget


মনে পড়ে


রাখালিয়া বাঁশির সুরের
মন জুড়ানো গান,
আমার গ্রামে ছড়িয়ে আছে
উচ্ছ্বলতার প্রাণ।

গ্রাম ছোঁয়া ঐ নীল আকাশে
সন্ধ্যা তারার মিটিমিটি,
এমনি করে হাজার তারার
আলোর ছোটাছুটি।
আকাশ জুড়ে চাঁদের আলো
জ্যোছনা ভরা রাতে,
আলোর সাথে দূরের পথিক
চলছে মেঠো পথে।
নদীর বুকে জ্যোছনা আলো
ঢেউয়ের দোলায় দোলে,
সাদা পালে নৌকা গুলো
চলছে আপন তালে।
মাঠের পরে মাঠ পেরিয়ে,
কুয়াশা ঢাকা ভোরে,
হয়না ঘোরা অনেক দিন আর
দিনগুলো যে অনেক মনে পড়ে।

কবি- মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  কবিতাটি লেখার সময় কাল, ঢাকা,২৭/১০/২০১৯ইং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ