Header Ads Widget


গুজব নয়, ডেঙ্গু এখন মহামারি!

 দেশের ইতিহাসে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।
২০০০ সালে ডেঙ্গুর ছোবলে ৯৩ জনের প্রাণহানির রেকর্ড সর্বাধিক ছিল।
গত বছর সর্বোচ্চ আক্রান্ত ১০ হাজার ১৪৮ জনের মধ্যে মারা যান ২৬ জন।
চলতি বছরের সাত মাস শেষ না হতেই চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ৫২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, এবার ডেঙ্গু নতুন রেকর্ড করলেও মৃতের সংখ্যা কম অর্থাৎ আটজন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৮৩ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৮৪৯ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ