Header Ads Widget


ভাব - মোঃ ইবাদুল হাসান(ইবু)

থাকেন তিনি ভাব ধরে,
কিসের ভাব কিসের তরে?
ধরেছে সবাই জোর করে,
ভাব ধরাটার কারণ কিরে?

কেউবা বলে মাথায় গোল,
এটাই কারণ কান ধরে তোল।
দেওনা ওকে কঠিন সাজা,
বুঝবে তখন ভাবের মজা।

দেখবি তখন বলবে কারণ,
করবে না আর এমন ধরণ।
কারণ ছাড়া যেমন এখন,
ধরবে না ভাব যখন তখন।

হঠাৎ তিনি উঠে দাঁড়ায়,
বলেন তিনি শান্ত গলায়।
হবেন তিনি নতুন নেতা,
ভাবের কারণ আসল কথা।

ফন্দি করেন তাইতো তিনি,
হবেন নেতা সাজেন গুণী।
নেতা হবেন এই আশায়,
ভাব ধরে তাই দিন কাটায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ