দেশের বাজারে নতুন স্মার্টফোন এফ৯-এর ঘোষণা দিল চীনা স্মার্টফোন নির্মাতা অপো। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নতুন এ ফোনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় অপো।
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন স্মার্টফোনটি ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের। এতে ওয়াটারড্রপ স্ক্রিন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ৩৫০০ এমএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে বিভিন্ন ফিচার আছে। এতে ভিওসিসি ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি ব৵বহৃত হয়েছে। এতে পাঁচ মিনিটের চার্জে দুই ঘণ্টা কথা বলা যাবে বলে অপোর দাবি।
ফোনটি ১ সেপ্টেম্বর থেকে দেশে অপোর শোরুমগুলোয় পাওয়া যাবে। এর ৪ জিবি র্যাম সংস্করণটির দাম হবে ২৮ হাজার ৯৯০ টাকা ও ৬ জিবি সংস্করণটির দাম ৩১ হাজার ৯৯০ টাকা।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ‘অপো এফ৯ এখন বাংলাদেশে। বাংলাদেশের বাজারে এফ৯ অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করছি।’
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন স্মার্টফোনটি ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের। এতে ওয়াটারড্রপ স্ক্রিন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ৩৫০০ এমএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে বিভিন্ন ফিচার আছে। এতে ভিওসিসি ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি ব৵বহৃত হয়েছে। এতে পাঁচ মিনিটের চার্জে দুই ঘণ্টা কথা বলা যাবে বলে অপোর দাবি।
ফোনটি ১ সেপ্টেম্বর থেকে দেশে অপোর শোরুমগুলোয় পাওয়া যাবে। এর ৪ জিবি র্যাম সংস্করণটির দাম হবে ২৮ হাজার ৯৯০ টাকা ও ৬ জিবি সংস্করণটির দাম ৩১ হাজার ৯৯০ টাকা।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ‘অপো এফ৯ এখন বাংলাদেশে। বাংলাদেশের বাজারে এফ৯ অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করছি।’
0 মন্তব্যসমূহ