Header Ads Widget


ইউটিউবে আগুন লাগিয়েছেন আসিফ!

আসিফ আকবর আবারও প্রমাণ করলেন তার তুলনা তিনি নিজেই। বৃহস্পতিবার রাত ৯টায় ভিডিওসহ প্রকাশ হয় তার নতুন গান ‘আগুন’। প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই গানটি ভাইরাল হয়ে যায় অনলাইনে। একদিনে এ গানটি ইউটিউবে দেখেছেন দেড় লাখেরও বেশি দর্শক। এ রিপোর্ট যখন লেখা হচ্ছে, ততক্ষণে গানের ভিউ দেড় লাখ ছাড়িয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বভাবসুলভ ভঙ্গিতে আসিফ বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। ভিউ-টিউ নিয়ে ভাবি না। তবে ভালো সাড়া পেয়েছি এটা সত্য। ’http://www.newssamahar.com/nss/12263

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ