দীর্ঘ পথ করলাম অতিক্রম
নিজেকে খোঁজার অন্বেষণে
জানিনা আরও কতো পথ
পেরিয়ে পাবো নিজেকে
রাতের অন্ধকারে মোড়া
সেই গভীর মনের সন্ধানে ।
নিদ্রাহীন রাত গুলো কেটেছে
অন্তহীন প্রশ্ন নিয়ে মনে
অনেক দ্বন্দ্ব ছিল আমার
যা পারিনি আজও পার হতে
আমি আমাকে কি ভাবে
ফিরে পাবো এই সন্ধিক্ষণে ।
আমি চাইনা হারিয়ে যেতে
সেই অরণ্যে দিন রাত্রি
একান্তে রইবো নির্জনে
সৈকতে ঢেউগুলির স্পন্দনে
জানিনা কবে হবো
আমি সেই পথের সহযাত্রী ।
নিজের সাথে নিজের লড়াই
হারও আমার জিতও আমার
আজও দাঁড়িয়ে আমি তাই
অজস্র প্রশ্নের সম্মুক্ষীন
ভুল যদি হয় একটা চালের
ফিরে পাবো না নিজেকে আর।
0 মন্তব্যসমূহ