Header Ads Widget


এক নাটকে দুই সুন্দরী

 এক নাটকে দুই সুন্দরী
এক নাটকে দুই সুন্দরী

ভিট তারকা হাসিন ও লাক্স তারকা উর্মিলা একসঙ্গে আসছে ঈদের জন্য একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম উভচর। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করবেন আলী ফিদা একরাম তোজো। আসছে ঈদের জন্য সাতপর্বের এই ধারাবাহিক নাটকটি নির্মিত হবে এনটিভির জন্য। চলতি মাসের শেষ দিকে সময়ে দেশের বাইরে কিংবা সেন্টমার্টিনে নাটকটির শুটিং হবে বলে জানান পরিচালক আলী ফিদা একরাম তোজো। গত ঈদে তোজোর নির্দেশনায় নির্মিত 'পারিবারিক জীবন' নাটকটি ছিলো বেশ দর্শক সমাদৃত।
দর্শকের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আলী ফিদা একরাম তোজো এবারও ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটক নির্মাণ করতে যাচ্ছেন। নাটকে হাসিন এবং উর্মিলা দু'জন দুই মেরুর দুটি চরিত্রে অভিনয় করবেন বলে জানান তোজো। নাটকে আরো অভিনয় করবেন ডা. এজাজ, সাজু খাদেমসহ আরো কয়েকজন। উর্মিলার সঙ্গে আবারো একসঙ্গে একই নাটকে অভিনয় করা প্রসঙ্গে হাসিন বলেন, উর্মিলার সঙ্গে আমার সম্পর্কটা সবসময়ই বন্ধুত্বের। এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা সবসময়ই পূর্বপরিকল্পনা করে পোশাক নির্বাচন করে শুটিং-এ অংশ নেই। উর্মিলা বলেন, কয়েকবছর আগে হাসিনের সঙ্গে কয়েকটি কাজ করেছি। হাসিনের সহযোগিতাপরায়ণ মনোভাব আমাকে মুগ্ধ করে। হাসিন ও উর্মিলা একসঙ্গে প্রথম কাজ করেন সাইফ চন্দন ও জিয়া উদ্দিন আলমের পরিচালনায় ছয়পর্বের ধারাবাহিক নাটক 'দলছুট'-এ অভিনয় করেন। তবে এ নাটকটি এখনো প্রচার হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ