জেনে নিন বর্তমান মোবাইল ও ওয়াইমাক্স অপারেটরদের বন্ধ সিম অফারগুলো!
বন্ধ সিম চালু করার জন্য বাংলাদেশের প্রত্যেক মোবাইল অপারেটরগুলা ভালোই তোড়জোড় করে। অনেকটা পহেলা নববর্ষের “হালখাতা”র মত! প্রত্যেক মোবাইল অপারেটরগুলা চায়, তাদের হারানো গ্রাহক ফিরে আসুক। আবার ওয়াইমাক্স অপারেটররা এই ধান্দা থেকে বাদ যায় না। ওয়াইমাক্স অপারেটররা মূলত দেখা যায়, আগের টাকা-পয়সা মাফ করার অফার নিয়ে আসে, আবার কোন সময় স্পীড বারিয়ে, আবার ফ্রী ইন্টারনেট দিয়ে আরও নানান কতকি ফন্দি আটে! অবশ্য মূল উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার যে কেন অপারেটররা এত ঢাকঢোল পিটিয়ে বন্ধ সিমে রিঅ্যাক্টিভেশন বোনাস অফার দেয়। আবার বাঙালিরা, উল্টো স্বভাবেরও বটে! কারণ অনেকে এক হালি সিম কিনে, ইচ্ছা করেই সিম বন্ধ করে রাখে দারুন বোনাস অফারের আশায়! অনেকটা মুরগি পালন করার মত! কয়টা ডিম যে দেয়! যাই হোক, ওসব আড্ডা-আলোচনায় যাচ্ছি না। আজ সরাসরি বর্তমান মোবাইল ও ওয়াইমাক্স অপারেটরদের বন্ধ সিম অফারগুলো আপনাদের সামনে তুলে ধরছি।
গ্রামীণফোন বন্ধ সিম অফার
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের বন্ধ সিম অফার ঘোষণা করেছে। গ্রামীণফোন বন্ধ সিমে মাত্র ১১ টাকা রিচার্জে, প্রতি ১ টাকা ব্যবহারে পাবেন ৫ টাকার বোনাস, ২ টাকার টকটাইম, ২ টাকার ইন্টারনেট ডাটা ও ১ টাকার এমএমএস।
অফারটির বিস্তারিতঃ
- গ্রামীণফোন বন্ধ সিম অফারটি সকল প্রকার প্রিপেইেড সিমের জন্য প্রযোজ্য হবে।
- আপনার সিমটি নিম্নে ৮ আগস্ট বা, তার আগে থেকে বন্ধ থাকতে হবে।
- বন্ধ সিমে মাত্র ১১ টাকা রিচার্জে, প্রতি ১ টাকা ব্যবহারে পাবেন ৫ টাকার বোনাস পাবেন।
- প্রতি ১ টাকা ব্যবহারে ২ টাকার ফ্রী টকটাইম পাবেন।
- প্রতি ১ টাকা ব্যবহারে ২ টাকার ৩জি ইন্টারনেট ডাটা পাবেন।
- প্রতি ১ টাকা ব্যবহারে ১ টাকার ফ্রী এমএমএস পাবেন।
- অফারটি আপনার সিমে প্রযোজ্য হবে কিনা তা জানতে Check লিখে সেন্ড করুন 9999 নাম্বারে।
- অফারটি নিয়ে আরও বিষদ বিস্তারিত ও কন্ডিশন পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।
বাংলালিংক বন্ধ সিম অফার
বাংলাদেশের ২য় বৃহতম মোবাইল অপারেটর বাংলালিংক তাদের সেপ্টেম্বরের বন্ধ সিম অফার ঘোষণা করেছ। বন্ধ বাংলালিংক সংযোগে ১১ টাকা রিচার্জে ২ মাস ফেসবুক ও হোয়াট’স অ্যাপ সম্পূর্ণ ফ্রী! সাথে আরও অনেক কিছু।
অফারটির বিস্তারিতঃ
- অফারটি আপনার সিমের জন্য প্রযোজ্য কিনা, তা জানতে আপনার মোবাইল নাম্বার 019XXXXXXXX লিখে 4343 তে সেন্ড করুন।
- আপনার সিমটি সর্বনিম্ন ২১ মে বা তার আগে বন্ধ থেকে বন্ধ থাকলে, অফারটি প্রযোজ্য হবে।
- অফারটিতে ১০ সেকেন্ড পালস আপ্লিকেবল হবে।
- ২৫ পয়সা/মিনিট যেকোনো বাংলালিংক নাম্বারে।
- ৬০ পসসা/মিনিট যেকোনো অপারেটরে।
- ২ মাস ফেসবুক ফ্রী! ২ মাস হোয়াট’স অ্যাপ সম্পূর্ণ ফ্রী!
- এছাড়া বন্ধ সিম চালু করলে, ৫০ এমবি ইন্টারনেট বোনাস।
- আনসাবস্ক্রাইব করতে চাইলে, ডায়াল করুনঃ *166*61#
- একবার আনসাবস্ক্রাইব করলে, বন্ধ সিম অফার ২য় বার নিতে পারবেন না।
- বন্ধ সিম অফারটি নিয়ে আরও বিষদ জানতে পারবেন সিম বোনাস ওয়েবসাইটে।
এয়ারটেল বন্ধ সিম অফার
বাংলাদেশের তরুণদের মধ্যে জনপ্রিয় এয়ারটেল অপারেটর তাদের নতুন বন্ধ সিম অফার নিয়ে হাজির হয়েছে। এয়ারটেল বন্ধ সিম চালু করলেই পাচ্ছেন ৩০০ মিনিত বোনাস! সাথে আরও অনেক কিছু।
অফারটির বিস্তারিতঃ
- অফারটি আপনার সিমের জন্য প্রযোজ্য কিনা, তা জানতে আপনার নাম্বার 016xxxxxxxx লিখে 9000 তে সেন্ড করুন।
- বন্ধ সিম চালু করলেই পাচ্ছেন ৩০০ মিনিট বোনাস টকটাইম।
- ১৯ টাকা রিচার্জে যেকোনো অপারেটরে ১ পরসা/সেকেন্ড সারাদিন।
- প্রতিদিন ব্যবহারে সর্বচ্চো ১০ মিনিট বোনাস টকটাইম পাবেন।
- এই অফারে ১ টাকায় ১১ এমবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।
- ১১ এমবি প্যাক কিনতে, WB লিখে 5000 তে সেন্ড করুন। মেয়াদ ১ দিন।
- বোনাস মিনিট জানতে ডায়াল করুনঃ *778*300#
- বোনাস মিনিটের মেয়াদ জানতে ডায়াল করুনঃ *778*333#
- স্পেশাল কল রেট থেকে আনসাবস্ক্রাইব করতে, stoprate লিখে 4000 তে সেন্ড করুন।
- বন্ধ সিম অফারটি নিয়ে আরও বিষদ জানতে পারবেন সিম বোনাস ওয়েবসাইটে।
রবি বন্ধ সিম অফার
রবির নতুন বন্ধ সিম অফার! রবি বন্ধ সিমে ১ জিবি ৩জি ইন্টারনেট একদম ফ্রী! রবি প্রিপেইড, পোস্টপেইড এবং এসএমই সাবস্ক্রাইবার, যারা ১ মে, ২০১৪ অথবা এর আগে থেকে সিম বন্ধ রেখেছেন, তারা এই ক্যাম্পেইন এর জন্য উপযোগী। অফারে থাকছে অনেক কিছু।
অফারটির বিস্তারিতঃ
- অফারটি পেতে হলে, আপনার সিম অবশ্যই ১ মে, ২০১৪ অথবা এর আগে থেকে বন্ধ থাকতে হবে।
- এই অফারে ১ জিবি ৩জি ইন্টারনেট একদম ফ্রী!
- ১ জিবি পেতে হলে, ১১টাকা বা বেশি রিচার্জ করতে হবে। (শুধুমাত্র ইজিলোড এর মাধ্যমে)
- ১জিবি বোনাস ডাটার মেয়াদ ৩দিন।
- ডাটা বোনাস চেক করতে ডায়াল করুন *8444*88#
- বিশেষ ট্যারিফে ০.৫ পয়সা/সেকেন্ড রবি নাম্বারে
- বিশেষ ট্যারিফে ১ পয়সা/সেকেন্ড যেকোনো অপারেটরে।
- এছাড়া লোকাল এসএমএস ৫ পয়সা অন-নেট ও ৫০পয়সা অফ-নেট নাম্বারে।
- এই অফারটি প্রিপেইড ও পোস্ট-পেইড, দুটোতেই প্রযোজ্য হবে।
- অফারটির কন্ডিশন ও পোস্ট-পেইডের বিস্তারিত পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।
সিটিসেল বন্ধ রিম অফার
সিটিসেলে রয়েছে নতুন বন্ধ সিম নয়, রিম অফার! এখন বন্ধ সিটিসেল প্রি-পেইড সংযোগ চালু করলেই পাচ্ছেন, ২৫ পয়সা/মিনিট যেকোনো সিটিসেল নাম্বারে এবং ৬৫ পয়সা/মিনিট যেকোনো অপারেটরে। সাথে আরও অনেক কিছু!
অফারটির বিস্তারিতঃ
- অফারটি আপনার রিমের জন্য প্রযোজ্য কিনা, তা জানতে Check লিখে 4567 তে সেন্ড করুন।
- এই অফার চলাকালিন, রিম রিপ্লেসমেন্ট সম্পূর্ণ ফ্রী! পরে করলে ১৫০ টাকা ।
- স্পেশাল ট্যারিফে ২৫ পয়সা/মিনিট যেকোনো সিটিসেল নাম্বারে।
- স্পেশাল ট্যারিফে ৬৫ পয়সা/মিনিট যেকোনো অপারেটরে।
- স্পেশাল ট্যারিফে ১০ সেকেন্ড পালস।
- স্পেশাল ট্যারিফে এসএমএস ৫০ পয়সা যেকোনো অপারেটরে।
- অফারটি নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন সিম বোনাস ওয়েবসাইটে।
সিটিসেল জুম আলট্রা বন্ধ রিম অফার
সিটিসেল তাদের জুম আলট্রা বন্ধ রিমে দিচ্ছে ধামাকা অফার! বন্ধ সিম অফারে তারা ঘোষণা করেছে নতুন প্যাকেজ। আর বন্ধ সংযোগ চালু করলেই পাবেন ৩০০ টাকা বোনাস! এই অফার, সিটিসেল প্রিপেইড জুম ও জুম আলট্রার জন্য প্রযোজ্য।
অফারটির বিস্তারিতঃ
- এই অফার সিটিসেল প্রিপেইড জুম ও জুম আলট্রার জন্য প্রযোজ্য, যারা ৩০ এপ্রিল বা, তার আগে রিম ব্যবহার করেন নি।
- গ্রাহক ৩০০ টাকা রিচার্জে তৎক্ষণাৎ ৫০ টাকা বোনাস পাবেন। অর্থাৎ ৩০০ টাকা রিফিল করলে, ৩৫০ টাকা হবে।
- বন্ধ সিমে পাওয়া বোনাস ৫০ টাকার মেয়াদ ৫ দিন হিসেবে প্রযোজ্য হবে।
- বোনাসটির বাকি টাকা ৫ মাসে কিস্তিতে পাবেন, এজন্য প্রতি মাসে নিম্নে ২৭৫ টাকার নেট প্লান নিতে অহবে।
- অফারটি সীমিত সময়ের জন্য। অতিরিক্ত ব্যবহারে চার্জ প্রযোজ্য। ভ্যাট প্রযোজ্য।
- অফারটিতে উপরের Ultra Privilege প্লান উপভোগ করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত প্লান এর নাম লিখে 9669 এ সেন্ড করুন।
- আরও বিষদ বিস্তারিত পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।
বাংলালায়ন ওয়াইমাক্স রিঅ্যাক্টিভেশন অফার
আপনারা বাংলালায়নকে এখন আসন সিংহ বলতে পারেন!
কারণ তারাই অসাধারণ রিঅ্যাক্টিভেশন অফার নিয়ে হাজির হয়েছে। এই পোস্টপেইড অফারে ৮ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট একদম ফ্রী! সাথে আরেকটি ধামাকা থাকছে… পূর্বের সকল বিল, টাকা-পয়সা পুরাই মাফ! 
অফারটির বিস্তারিতঃ
- পোস্টপেইড রিঅ্যাক্টিভেশনে আপনি ১৯ সেপ্টেম্বর-২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিন ফ্রী ইন্টারনেট পাবেন।
- এই ফ্রী ইন্টারনেট মোট ১ জিবি ডাটা। স্পীড ১ এমবিপিএস।
Speed | Usage | Valid till | Rent |
1 Mbps | 1 GB | Sept 26, 2014 | Free |
- অফারটি উপভোগ করতে হলে, আপনার কানেকশন কমপক্ষে ৫০ দিন বা, তার বেশি বন্ধ থাকতে হবে।
- মোট ১ জিবি ইন্টারনেট ডাটা অটোমেটিক গ্রাহকের কাছে পৌঁছে যাবে।
- যদি গ্রাহক তার User ID/Password ভুলে যান, তাহলে কাস্টমার কেয়ার 01847090373 তে আপনার MAC অ্যাড্রেস এসএমএস করে জেনে নিতে পারেন।
- আরও ওয়াইমাক্স অপারেটরদের খবরাখবর পাবেন সিম বোনাস ওয়েবসাইটে। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ